পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
গ্রানাডার সেন্ট জর্জে ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল ক্যারিবীয়দের। কিন্তু কাগিসো রাবাদার করা সেই ওভারে ১৩ নিয়ে পেরেছেন ফ্যাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো।
টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া ডান ডার ডুসেন ৩২ ও অ্যাইডেন মার্করাম ২৩ রান করেন। ক্যারিবীয় বোলার ওবেড ম্যাকয় ৪টি উইকেট লাভ করেন। এছাড়া ডোয়াইন ব্র্যাভো নেন তিন উইকেট। ১৬৮ রানে লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬ দশমিক ৫ ওভারেই ৫৫ রান তুলে নিয়েছিল উইন্ডিজ। এরপর ৪ ওভার বল করে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি।
শেষ পর্যন্ত এক রানে হার মানতে হয় টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।