চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে এয়ার এমিরাটের একটি ফ্লাইট এ টিকা নিয়ে রওনা দেয়। দোহা হয়ে বাংলাদেশ সময় ৭টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছে এ টিকা।
চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরো ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। এবার দ্বিতীয় দফায় আরো ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় এলো।
এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।