আরও ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় অগাস্টের ১০ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ২৫ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে আসেন।
এনিয়ে অগাস্টের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৩৪ জন, যা জুলাইয়ের সারা মাসের চেয়ে বেশি। গত জুলাইয়ে এ মৌসুমে এক মাসে সর্বাধিক ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৯০৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৮৪১ জনই ঢাকা মহানগরীর।
দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৫ হাজার ১৯২ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন। এছাড়া ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।