আজও গরমে অস্থির ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা। তাদের জন্য বুধবারও কোনো সুখবর নেই। মঙ্গলবারের মতো দাবদাহ বয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে আবাহাওয়া দপ্তর। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবারের মতো বুধবারও প্রচণ্ড গরম থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রি। এর আগে মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকালে দিল্লির বায়ুমান ছিল সহনীয় মাত্রায়।সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্যানুযায়ী, সকাল ৬টায় এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) অবস্থান করছিল ১৯১ পয়েন্টে। এ ছাড়া মঙ্গলবার বায়ুমান ছিল ১৯৫ পয়েন্ট।