মানুষের মাস্ক পরা বাধ্যতামূলক করে ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (০৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, কতটুকু কীভাবে শিথিল করা হবে, সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো। সোমবার (৯ আগস্ট) সকালের মধ্যে হয়তো এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে সবাইকে মাস্কও পরতে হবে, কাজও করতে হবে। একমাত্র মাস্ক পরলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।