রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

বরিশালে এক দিনে ২০ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
আপডেট : আগস্ট ৮, ২০২১

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনায় ১১ জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭৯ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

রোববার (০৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৭৭ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৮৩ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৫৫ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৮১ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৭১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১১ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৩ জন।

ভোলায় নতুন ৯৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ হাজার ৯৪৭ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৬ জন।

পিরোজপুরে নতুন ৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৪৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৬ জন।

বরগুনায় নতুন ৬১ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন।

ঝালকাঠি জেলায় নতুন ১৭ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২২২ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা রোগীসহ মোট ১২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পটুয়াখালী হাসপাতালে দুজন, ভোলা সদর হাসপাতালে চারজন এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৮০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ, ১৮৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২১৫ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৩ জন পজিটিভ ও ১১০ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ