রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখন কারোরই অজানা নয়। আর অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন। এরমধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
এরই ধারাবাহিকতায় জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। তাহসানের পোড়া লুঙ্গি কিনে রাখার এমনই একটি ছবি বিদ্যানন্দের ফেসবুকে পোস্ট করা হয়েছে।
পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়। বঙ্গবাজারের কাপড় পরে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না? নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।