শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

 হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২২

 

রক্তচাপজনিত সমস্যা থাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্বাস্থ্য পরীক্ষা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গিয়েছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী বিএসএমএমইউ-এর কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। বিষয়টি বিএসএমএমইউ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শে এসময় পররাষ্ট্রমন্ত্রীর ইকো-কার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হয়। বুধবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

সূত্রটি জানায়, হার্ট ফেইলিউর বিভাগের একজন চিকিৎসক এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের একজন অধ্যাপক মন্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়া দিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ