শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

মুরাদনগরে বিনা ধান-১৯ সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির মাঠ দিবস পালিত

আবদুল আলীম, উপজেলা প্রতিনিধি, মুরাদনগর
আপডেট : আগস্ট ২৯, ২০২২

মুরাদনগরে বিনা ধান-১৯ সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির মাঠ দিবস

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা উদ্ভাবিত খরা সহিষ্ণু স্বল্পকালীন  আউশ মৌসুমের জাত বিনাধান-১৯ এর সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরে উপস্থিত সকল কৃষকদের মাঝে আমের চারা গাছ বিতরন করা হয়।

এসময় অতিথিরা ভুবনঘর মর্ডান এগ্রোর্ফামের বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন।

সোমবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা উপকেন্দ্র।

কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান।

কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জুয়েল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান, কুমিল্লা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. ফাহমিনা ইয়াসমিন ও মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পিতা সেন, মুরাদনগর উপজেলা উদ্ভদ সংরক্ষন অফিসার প্রদীপ কুমার সাহা, মুরাদনগর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, হাজেরা আক্তার ও ভুবনঘর মর্ডান এগ্রোর্ফাম এর স্বত্বাধিকারী সামসুল হক প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ