শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

স্প্যানিশ লিগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জয়

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৯, ২০২২

স্প্যানিশ লা লিগায় রবার্ট লেভানডস্কির জোড়া গোলে রিয়াল ভায়োদলিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রোববার রাতে ৪-০ গোলে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

শুরু থেকেই একের পর আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখা বার্সা প্রথম গোলের দেখা পায় ২৪তম মিনিটে। রাফিনহার বাড়ানো ক্রস গোলপোস্টের এক গজ দূরে থেকে পা ছুঁইয়ে জালে পাঠান লেভানডস্কি।

এর আগেই অবশ্য গোল পেতে পারতো বার্সা। তবে ২২তম মিনিটে উসমান ডেম্বেলের জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। দশম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লেভানডস্কি।

বার্সার দ্বিতীয় গোল আসে ৪৩তম মিনিটে। ডেম্বেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রক্ষণচেরা পাস দেন পেদ্রিকে। কোনো ভুল না করেই তা জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। তাতে ২-০ তে এগিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ফিরে ৬৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান লেভানডস্কি। ডেম্বেলের ছোট করে বাড়ানো বল ব্যাকহিলে জালে পাঠান পোলিশ তারকা। যোগ করা সময়ে তার বুলেটগতির শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। তবে খুব একটা লাভ হয়নি। ফিরতি বল ফাঁকায় পেয়ে স্কোরলাইন ৪-০ করেন সার্জিও রবার্তো।

রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্রয়ে মৌসুম শুরুর পর টানা দুটি ম্যাচ জিতল বার্সেলোনা। তিন ম্যাচে তাদের পয়েন্ট হলো ৭।

চ্যাম্পিয়নের মতোই ¯প্যানিশ লা লিগা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

রোববার রাতে করিম বেনজেমার জোড়া গোলে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি। অপর গোলটি এসেছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে শুরুতে ছন্নছাড়া দেখায় রিয়ালকে। তবে মিনিট দশেকের মধ্যেই গুছিয়ে নেয় তারা। এরপর দ্বাদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। চুয়েমিনির বাড়ানো বল দারুণ ক্ষিপ্রতায় নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পান ভিনিসিয়াস। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তবে ৪৩তম মিনিটে সমতায় ফিরতে কোনো ভুল করেনি এস্পানিওল। হোসেলুর শট কোনোমতে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে ফিরতি বল পেয়ে কোনাকুনি শটে তিনিই খুঁজে নেন ঠিকানা।

বিরতির পরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে এস্পানিওল। একসময় মনে হচ্ছিল অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে তারা। তবে শেষ পাঁচ মিনিটে জ্বলে উঠেন রিয়ালের ভরসা বেনজেমা। ৮৮তম মিনিটে বাঁ দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান রদ্রিগো। গোলমুখে কিছুটা লাফিয়ে নেওয়া শটে দলকে উল্লাসে ভাসান বেনজেমা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখেন এস্পানিওলের গোলরক্ষক লুকুম্পতে। বদলির সুযোগ না থাকায় বাধ্য হয়ে গোলপোস্টে দাঁড়াতে হয় ডিফেন্ডার কাবরেয়াকে। সুযোগটা দারুণভাবে কাজে লাগান বেনজেমা। নিখুঁত ফ্রি কিকে গোল করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন তিনি।

এই জয়ে ৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৯। তারা আছে টেবিলের শীর্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ