সরকার দেশকে বন্দিশালায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৮শে আগস্ট) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সারাদেশে শুরু হওয়া তাদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সহায়তায় হামলা নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল।
সরকার নিজেদের লোকদের রক্ষা করতেই বিদ্যুৎখাত নিয়ে দায়মুক্তির আইন করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।