বিচার বিভাগ ও পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, পুলিশের তদন্ত শুরুর ঘোষণায় পাকিস্তানজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইমরান খানকে আটক করা হতে পারে এই আশঙ্কায় তার বাড়ির সামনে জড়ো হয়েছে তার হাজারো সমর্থক। আটক করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা।
এদিকে, ইমরান খানের বাসার সামনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অনেক সদস্যও অবস্থান করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতার নয়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা সেখানে উপস্থিত হয়েছেন।
অন্যদিকে, ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।