আবারো টটেনহাম হটস্পারের ত্রাতারূপে আবির্ভূত হলেন হ্যারি কেইন। দলকে এনে দিয়েছেন ১-০ গোলের দারুণ এক জয়। এদিন ম্যানসিটির আর্জেন্টাইন কিংবদন্তী সার্জিও আগুয়েরোর রেকর্ড ভাঙেন কেইন।
শনিবার (২০ আগস্ট) নিজেদের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও গোল আদায় করতে পারেনি। উলভসের রক্ষণের বড় পরীক্ষাই নিতে পারেনি অ্যান্তেনিও কন্তের শিষ্যরা। অন্যদিকে সফরকারীরা শুরুর ৪৫ মিনিটে টটেনহাম গোলমুখে নিয়েছে ১২টি শট।
দ্বিতীয়ার্ধে কয়েকবারই গোলের সম্ভবনা তৈরী হলেও কন্তের দল গোলের দেখা মেলে ৬৪তম মিনিটে। ইভান পেরিসিচের নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে কেইন গোল করেন। এই গোলে সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়িয়ে যান তিনি। সেই সঙ্গে টটেনহ্যামের হয়ে আড়ইশো গোলের মাইলফলক স্পর্শ করেন এদিন ইংলিশ অধিনায়ক। আর লিগে এক ক্লাবের হয়ে সর্বাধিক ১৮৫ গোল কেইনের।
এর আগে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাগুয়েরো করেছিলেন ১৮৪ গোল। এখন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ১৮৫ গোলের মালিক কেইন। ইপিএলে সবচেয়ে বেশি ২৬০ গোলের মালিক অ্যালান শিয়ারার।
দ্বিতীয়ার্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দু’দলে ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন কলিন্স ও হ্যারি কেইন। একই দিনে প্রিমিয়ার লিগের পঞ্চম ক্লাব হিসাবে ১ হাজার গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করে টটেনহ্যাম।