সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদিকে ওই ভবনের ভিতরে থাকা জঙ্গিদের সাথে সোমালি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। শনিবার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মোহাম্মাদ আব্দিকাদির বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে। তাদেরকে ওই হোটেল ভবনের একটি কক্ষে ঘেরাও করে রাখা হয়েছে। সেখান থেকে অধিকাংশ লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে জঙ্গি হামলায় এ পর্যন্ত আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’
আল-কায়েদা সম্পৃক্ত আল-শাবাবের যোদ্ধারা শুক্রবার সন্ধ্যায় সোমালিয়ার জনপ্রিয় হায়াত হোটেলে ভয়াবহ হামলা চালায়। তারা সেখানে বেপরোয়া গুলি বর্ষণ করে ও একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায়।
আব্দিকাদির এএফপি’কে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবনে আটকে পড়া শিশুসহ অনেক বেসামরিক নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে।’
হোটেলটি এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ওই এলাকা থেকে বিক্ষিপ্ত গুলির এবং বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদ গত মে মাসে নির্বাচিত হওয়ার পর মোগাদিসুতে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।
ওই হোটেলের ভিতরে আটকা থাকা স্বজনদের সন্ধানে হোটেলটির বাইরে অনেক মানুষকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।