টটেনহ্যাম-চেলসির আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই হলো জমজমাট। দুই দলের ডাগআউটেও ছড়িয়েছে চরম উত্তেজনা। সেই উত্তেজনা বাড়িয়ে দেয় ডাগআউটে থাকা দুই দলের কোচ। চেলসির কোচ থমাস টুখেল ও টটেনহ্যাম আন্তনি কন্তে হাতাহাতি করে দেখেছেন লাল কার্ড। এতে ম্যাচটি পেয়েছে ভিন্ন মাত্রা।
রোববার (১৪ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় দুই দল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচ জুড়েই ছড়িয়েছে উত্তেজনা। মাঝে মধ্যেই মেজাজ হারিয়েছেন ফুটবলাররা। ডাগ আউটে মেজাজ হারিয়েছেন কন্তে ও টুখেল। হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ডও দেখেছেন এই দুই কোচ।
ম্যাচে প্রথমবার দুই কোচই হলুদ কার্ড দেখেন ৬৮ মিনিটে রিচ জেমসের গোলের পর। পিছিয়ে পড়ে আগ্রাসী ভঙ্গিতে চেলসির ডাগআউটের দিকে ছুটে যান টটেনহ্যাম কোচ কন্তে, তার দিকে এগিয়ে যান চেলসি কোচ টুখেলও। তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
এরপর শেষ মুহূর্তে হ্যারি কেনের গোলে হার থেকে রক্ষা পেয়েছে টটেনহ্যাম। এই গোলের পরেই ঘটেছে যত বিপত্তি। ম্যাচ শেষে সৌহার্দ্য দেখাতে হাত মেলাতে গিয়ে কন্তে ও টুখেলের মধ্যে লেগে যায় ঝামেলা। হাত মেলানোর পর হাত ছাড়েনি কেউই। দুজন দুজনের দিকে তাকিয়ে দিয়েছে চোখ রাঙানি। এরপরই বাকি কোচিং স্টাফ ও ফুটবলাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। কন্তে ও টুখেলের হাতাহাতির সমাপ্তি ঘটে এখানেই।