জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশি দেশগুলোর তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে কেবিনেট বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ‘ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়টি ট্যারিফ কমিশন দেখছে। খুব শিগগিরই সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও প্রতিবেশি দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম কম।’
এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার পরে পরিবহণ খরচ বৃদ্ধি পেয়েছে। এজন্য ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’