দেশের ৩১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোটর্স ক্লাব মাঠে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ৫০তম ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।
২০১৪ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিলো তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। তার বিধ্বংসী বোলিংয়ে ১০৫ রানে অলআউট হয় ভারত। তবে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটি স্মরনীয় করতে পারেননি তাসকিন। কারণ নিজেদের ইনিংসে ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাাদেশ। বৃষ্টি আইনে ৪৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ।
আজকের ম্যাচের আগে ৪৯টি ওয়ানডেতে ৬৭ উইকেট নিয়েছেন তাসকিন। দু’বার ইনিংসে পাঁচ উইকেট আছে তার। ভারতের ঐ বোলিং ফিগারই তাসকিনের সেরা।