আগামী দেড় মাসের মধ্যে তালিকাভুক্ত সকল মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেয়া হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (২৮শে জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী জানান, ৬৪ জেলার মোট ১লাখ ৮২ হাজার বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ১লাখ ২ হাজার বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড পাবে। এদের মধ্যে প্রাথমিকভাবে ১৭ জেলার মোট ২৪ হাজার ৭৬১ জন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড এবং ৪৬ হাজার ৮০৩ জন ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছেন।
বাকি ৪৭টি জেলার ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ড ছাপানোর কাজ দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি। এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। কার্ডে বা সার্টিফিকেটে কোন ভুল থাকলে দুই মাসের মধ্যে সংশোধন করার সুযোগ থাকবে।