শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হতে দেওয়া হবে না: রিজভী

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৫, ২০২২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এবার রাতে কোন ভোট হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনও হতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে দুর্বার গণ-আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (২৫ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল।

ওই বিক্ষোভে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুতের সংকট। দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

অভিযোগ করেন, বিরোধী মত দমনে গুম-খুন অব্যাহত রেখেছে সরকার। বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে উন্নয়নের কথা বলে জনগণকে ধোকা দিচ্ছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনি লুটপাট করছেন। আপনার রাষ্ট্রীয় অর্থনীতি জনগণের টাকা। আপনার কোনো মায়া-মমতা নেই প্রধানমন্ত্রী। আপনার সাধারণ সম্পাদককে দিয়ে বলাচ্ছেন যে দেশে কোনো সংকট নেই।’

রিজভী বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকার কী, এটা জানার জন্য দেশের জনগণের কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার দরকার নেই, কোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই। ওবায়দুল কাদের, শেখ হাসিনারা যে দৃষ্টান্ত দিয়েছেন, এ দৃষ্টান্তই হচ্ছে বিরাট শিক্ষা।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, তাঁতী দলের নেতা কাজী মনিরুজ্জামান ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ