শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

আফগানিস্তানের হেড কোচ হলেন সাবেক ইংলিশ ক্রিকেটার

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৩, ২০২২

আফগানিস্তানের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জোনাথান ট্রট। এর আগে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্পকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল দেশটি। কিন্তু তিনি অসুস্থ থাকায় তার জায়গায় নিয়োগ পেলেন ট্রট। থর্প শুধু নিয়োগই পেয়েছিলেন কিন্তু জাতীয় দলের দায়িত্ব নিয়ে একটি ম্যাচেও ডাগআউটে থাকতে পারেননি।

শুক্রবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। বলা হয়, আগস্টে আয়ারল্যান্ড সফর থেকে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হবেন ট্রট।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ট্রট ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। ১৯৯৯ সালে লিস্ট ‘এ’ ক্রিকেট দিয়ে তার ইংল্যান্ডের পক্ষে খেলার স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই ডানহাতি ব্যাটার।

অবসর গ্রহণের পরই কোচিং ক্যারিয়ারে নাম লেখান ট্রট। অল্প সময়েই বেশ জনপ্রিয় কোচ হয়ে ওঠেন তিনি। কাউন্টি লিগের পর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খন্ডকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ট্রট। তবে এবারই প্রথমবারের মতো নিলেন হেড কোচের চ্যালেঞ্জ। আগষ্টে আয়ারল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ট্রটের নতুন অধ্যায়। বোলিং কোচ হিসেবে পাকিস্তানের উমর গুল ও ফিল্ডিং কোচ হিসেবে প্রোটিয়া রায়ান ম্যারনকে পাবেন ট্রট।

গেলো মার্চে হেড কোচ হিসেবে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্পকে নিয়োগ দেয় আফগিনাস্তান। তবে শারিরিক অসুস্থতার কারণে মাত্র দুই মাস পর দায়িত্ব ছাড়েন তিনি।

এদিকে আফগানিস্তানের দায়িত্ব পেয়ে উচ্ছসিত ট্রট বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দলগুলোর মধ্যে একটি হলো আফগানিস্তান। এমন একটি দলের কোচিংয়ের সুযোগ দেয়ায় আমি অত্যন্ত সম্মানিত এবং শিহরিত। আমি এমন একদল খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি যারা স্পষ্টতই এমন একটি স্টাইলে ফলাফল তৈরি করতে সক্ষম যা আফগানিস্তানের জনগণকে গর্বিত করবে।

জোনাথান ট্রট জাতীয় দলের হয়ে ৫২ টেস্ট, ৬৮ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৩ হাজার ৮৩৫, ২ হাজার ৮১৯ ও ১৩৮ রান করেন। বল হাতে ওয়ানডে ও টেস্টে মোট ৭ উইকেট তুলে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ