শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের কৈশোরের বন্ধুদের পুনর্মিলনী আজ

এম এ মোতালেব, চট্টগ্রাম অফিস
আপডেট : জুলাই ২২, ২০২২

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের কৈশোরের বন্ধুদের পুনর্মিলনী আজ
পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে, নতুন করে দুই দশক পর,এ যেনো অন্যরকম অনুভূতি। হ্যাঁ।আজ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্ররা মিলিত হবে কৈশোরের বন্ধুদের পুরোনো দিনের স্মৃতিচারণ করতে। এজন্য তারা উল্লাসিত ও আবেগে আপ্লূত। বহু দিন, বহু পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে,কথা হবে।এ যেনো সেই কৈশোরে ফিরে যাওয়ার অনুভূতি।
আজ শুক্রবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ সালের কৈশোরের বন্ধুদের আয়োজনে এক জাঁকজমকপূর্ণ পূনমির্লনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে আয়োজন করেছে অনুষ্ঠান আয়োজক কমিটি। ইতিমধ্যে অনুষ্ঠান সফল করতে তারা দফায় দফায় বৈঠক করে পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচী নির্ধারণ করেছে।
জানা গেছে কৈশোরের বন্ধুদের আয়োজনে পুনর্মিলনী -২০২২ অনুষ্ঠানটিতে ১৩৩ জন প্রাক্তন ছাত্র রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈশোরের বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।পুরো স্কুল ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।সর্বত্র চলছে উৎসবের আমেজ।আজ পূনমির্লনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যাক প্রাক্তন ছাত্র, শিক্ষক ও রেকর্ড সংখ্যক মিডিয়া কর্মী ও সুধীজন উপস্থিত থাকার কথা জানিয়েছে আয়োজকরা। পূনমির্লনী উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়েছে। আজ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে মধ্য রাত অব্দি। থাকছে পুরোনো দিনের স্মৃতিচারণ, থাকছে পুরাতন দিনের গাল -গল্প,থাকছে কবিতা,গান ও সাবেক ও বর্তমান শিক্ষক ছাত্রদের মিলনমেলা।
এছাড়া স্কুলের সম্মানিত প্রাক্তন ও বর্তমান শিক্ষকদেরও আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি। থাকছে পুরোনো বন্ধুদের সারাদিনের ভূরিভোজনের বিশেষ পর্ব।
এছাড়া নানান আয়োজনে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ করার জন্য সব ধরণের চেষ্টা করে যাচ্ছে আয়োজকরা।
ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে কৈশোরের বন্ধুদের আয়োজিত উৎযাপন কমিটি।
আজ ২২ জুলাই শুক্রবার স্কুলটির অডিটোরিয়াম মিলনায়তনে বসবে প্রাক্তন ছাত্র শিক্ষকের মিলনমেলা।
অনুষ্ঠানে থাকছে পুরোনো বন্ধুদের জন্য গেঞ্জিসহ নানান উপহার। থাকছে আকর্ষণীয় নানান উপহার।
অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানিয়েছে আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ