রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২০, ২০২২

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ৭২১ জন।আগের দিনের চেয়ে যা প্রায় পৌনে ৪ লাখ বেশি। এতে ভাইরাসটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন।

এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৪ জনের। আগের দিনের তুলনায় যা প্রায় ৬০০ বেশি। তাতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৯১ হাজার ৩৪৬ জন।

বুধবার (২০ জুলাই) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। আর প্রাণহানির তালিকায় শীর্ষে উঠেছে ব্রাজিল। এরপরের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও স্পেন।

এসময়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ৭৫ হাজার ২৫৭ জনের। ব্রাজিলে আক্রান্ত ৫৮ হাজার ২২৫ জন এবং মৃত্য ৩৭৮ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু ১৭৬ জনের।

একইসময়ে তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃ্ত্যু ১৬ জন এবং আক্রান্ত ৭৯ হাজার ৬৩৩ জন। অস্ট্রেলিয়ায় মৃত্য ৭৫ জন এবং আক্রান্ত ৫০ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২০০ জন এবং মৃত্যু ৪৪ জনের। থাইল্যান্ডে আক্রান্ত ২ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। চিলিতে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু ১৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ