শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা অনেকটাই এক: জি এম কাদের

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৯, ২০২২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা অনেকটাই এক’। তিনি বলেছেন, যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে, তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ রূপ পেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জাপার বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন।

এ সময় জি এম কাদের বলেন, শ্রীলঙ্কায় ১০ বছর গৃহযুদ্ধ চলেছে, সেখানে কোনো পর্যটক যায়নি। কিন্তু দেশটি দেউলিয়া হয়নি। জবাবদিহিহীন সরকারের গোঁয়ার্তুমিতে অর্থনৈতিকভাবে অকার্যকর ও অপরিকল্পিত মেগা প্রকল্প গ্রহণ এবং এসব প্রকল্পের জন্য গৃহীত সুদসহ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়েই শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অভিযোগ আছে, লুটপাটের কারণে মেগা প্রকল্পগুলোতে অনেক বেশি ব্যয় হয়। ফলে ওই প্রকল্পের আয় দিয়ে ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়তে পারে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কিছুটা মিল রয়েছে।’

দেশের রাজনৈতিক বাস্তবতার উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘বিভিন্ন দেশের সরকার পরিবর্তন হয় আবার শান্তিপূর্ণভাবে সরকার গঠন হয়। সরকারের কেউ পদত্যাগ করলে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তা পূরণ হয়। কিন্তু আমাদের দেশের বাস্তবতা ভিন্ন করা হয়েছে। এখানে নির্বাচন যেন যুদ্ধ, নির্বাচনে পরাজিত হলে তাকে মরতে হবে। এমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি। এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতারাই দায়ী।’

এ সময় সভায় ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জহিরুল আলমসহ আরও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান ও রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ