শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৭, ২০২২

প্রাক-মৌসুম এশিয়া সফরে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার। দক্ষিণ কোরিয়ার সুওন ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ৪৩ হাজার উচ্ছসিত সমর্থকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধ গোলশুন্য থাকার পর ৫০ মিনিটে সন হেয়াং-মিনের পাস থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন গোল করে ডেডলক ভাঙ্গেন। ৬৪ মিনিটে ইভান রাকিটিচের গোলে সমতা ফেরায় সেভিয়া। দক্ষিণ কোরিয়া সফরে বুধবারের প্রথম ম্যাচটি থেকে স্পার্সরা সেভিয়ার বিপক্ষে আরো বেশী কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। প্রথম ম্যাচটিতে কে- লিগের অল স্টার ক্লাবের বিপক্ষে ৬৪ হাজার দর্শকের সামনে ইংলিশ জায়ান্টরা ৬-৩ গোলের জয় তুলে নিয়েছিল। ম্যাচটিতে সন ও কেন উভয়ই দুটি করে গোল করেন।
গত রোববার প্রাক-মৌসুম ম্যাচ খেলতে দক্ষিণ কোরিয়া এসেছিল স্পার্সরা। দলের দুই মূল তারকা সন ও কেন প্রথম থেকেই নিজেদের প্রমান করেছেন। প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগে যা দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রথম ম্যাচে মূল একাদশে থাকলেও গতকাল উভয়ই দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। মাত্র ২০ মিনিট দুজন মাঠে ছিলেন। মাঠ ছাড়ার আগে দর্শকদের উষ্ণ অভিনন্দন পেয়েছেন তারা।
ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও সেভিয়ার হয়ে কাল মাঠে নামা স্পার্সদের সাবেক খেলোয়াড় এরিক লামেলাকে পুনরায় কাছে পেয়ে সতীর্থরা নিজেদের ভালবাসা জানিয়েছেন। প্রথমার্ধে ম্যাচটি বেশ উত্তেজনায় ঠাসা ছিল। এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে স্পার্সে যোগ দেবার পর এটি ছিল রিচারলিসনের দ্বিতীয় ম্যাচ। সেভিয়াকে বেশ কিছু বাজে চ্যালেঞ্জের মুখে তাকে শুরু থেকেই পড়তে হয়েছে। বিরতির ঠিক আগে সনের কনুই লেগে আর্জেন্টাইন ডিফেন্ডার গঞ্জালো মনটিয়েল আহত হলে উভয়ই তর্কে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষে সন বলেছেন, ‘এটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও কোন দলই হারতে চায়নি। মাঠে আজ দুই দলই বেশ আগ্রাসী মনোভাব দেখিয়েছে। কিন্তু ফুটবলে এটা হতেই পারে।’
দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সনের পাস থেকে কেন কোন ভুল করেননি। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়লো শটে রাকিটিচ সেভিয়ার হয়ে সমতা ফেরান।
দক্ষিণ কোরিয়ায় আসার পর থেকেই ফুটবল প্রিয় কোরীয় সমর্থকদের অভিবাদনে ভাসছে পুরো টটেনহ্যাম শিবির। বিমানবন্দর থেকে শুরু করে অনুশীলন গ্রাউন্ডের সমর্থকদের আটকাতে নিরাপত্তা বাহিনীকে সমস্যায় পড়তে হয়েছে।
প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট বিজয়ী সন টটেনহ্যামকে নিজ দেশে এভাবে সমর্থকদের অভ্যর্থনা জানাতে দেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আগামী সপ্তাহে রেঞ্জার্সের বিপক্ষে প্রাক-মৌসুম সফরের পরবর্তী ম্যাচ খেলতে রোববার গ্ল্যাসগোর উদ্দেশ্যে যাত্রা করবে টটেনহ্যাম। আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম। একদিন পরে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ মৌসুম শুরু করবে এন্টোনিও কন্টের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ