তীব্র তাপদাহে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা খুবই শোচনীয়। এরইমধ্যে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্পেন ও পুর্তগালে অন্তত ৩২২ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শুক্রবার প্রকাশিত কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুসারে, রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া স্পেনে তাপপ্রবাহের প্রথম তিন দিনে প্রচণ্ড তাপমাত্রায় ৮৪ জন মারা গেছেন।
আর পতুর্গালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে গত ৭-১৩ জুলাই দেশটিতে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহজুড়ে আইবেরিয়ান উপদ্বীপে তাপমাত্রার পারদ শুধু বেড়েছে। তাই মৃত্যুর চূড়ান্ত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ার আশঙ্কা আছে।
বৃহস্পতিবার পিনহাও শহরের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর আগে জুলাই মাসে পর্তুগালে এমন উষ্ণতম দিন আর কখনও দেখা যায়নি। এদিকে এমন তীব্র তাপপ্রবাহের মাঝে আশার খবর শোনাতে পারছে না স্পেনের আবহাওয়া অফিস। তারা বলছে, সোমবার পর্যন্ত থাকতে পারে এমন তাপমাত্রা।
গত জুন মাসেই স্পেনে তীব তাপমাত্রার কারণে ৮৩০ জনের মৃত্যু হয়। এটি দেশটির সাম্প্রতিকতম ইতিহাসে অন্যতম তীব্র তাপপ্রবাহ ছিল। তবে জুলাই মাসে রীতিমতো পুড়ছে চারদিক।