তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। জয় নিয়ে ওয়ানডে মিশন শুরু করায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয়েছে স্বাগতিকদের। সিরিজ নির্ধারণী ম্যাচে জয় নিয়ে সমতায় ফিরতে চায় ক্যারিবিয়রা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ শুরু হয়েছিল টেস্ট দিয়ে। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এরপর টি-২০ সিরিজেও হেরে যায় টাইগাররা। প্রথম ম্যাচটি বাতিলের পর পরের দুই ম্যাচেই হারতে হয় সফরকারীদের।