আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া পিএসজি ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন, এটা পুরনো কথা। নতুন খবর হলো, এক বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। ইতালির ক্লাবটি এরই মধ্যে এই ঘোষণা দিয়েছে।
ডি মারিয়া ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত খেলেছেন পিএসজিতে। জিতেছেন পাঁচটি লিগ শিরোপা। ২৯৫ ম্যাচে ৯২টি গোল করেছেন তিনি। সাত বছরের ক্যারিয়ারে ১১২টি অ্যাসিস্ট করেছেন তিনি।
চলমান মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয় যায় ডি মারিয়ার। তাই ইতালিতে গিয়েছেন তিনি।
জুভেন্টাসের ওয়েবসাইটের খবরে জানা গেছে, ২০২৩ পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি হয়েছে ডি মারিয়ার। পল পগবার সঙ্গে তিনিও তুরিনে খেলবেন।
জুভেন্টাসে যোগ দিয়ে ডি মারিয়া বলেন, ‘জুভেন্টাসে যোগ দেওয়া আমার ক্যারিয়ারের নতুন অধ্যায়। আমি খুবই খুশি, একই সঙ্গে রোমাঞ্চিত। এখানে প্রথম দিনই বুঝতে পেরেছি, জুভেন্টাস আমার পরিবারের মতো। তারা সবসময় খেয়াল রাখছে আমার। আমি ভীষণ খুশি তা দেখে।’
ডি মারিয়া ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন। কাতার ফুটবল বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। অবশ্য ক্লাব ফুটবলে আরও খেলবেন। আর্জেন্টিনার হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছেন তিনি।