বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের একমাত্র ম্যাচ ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ শুক্রবার (০৮ই জুলাই) মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমার স্টেডিয়ামে শেষ মুহুর্তের নটকীয়তায় সাইফ স্পোর্টিংয়ের সাথে ২-২ গোলে খেলা শেষ করে জামাল ভূঁইয়ারা। ম্যাচের ৩৭ মিনিটে সোহানুর রহমানের গোলে প্রথম লিড পায় ধানমন্ডি জায়ান্টরা। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে সাইফ। ৭৬ মিনিটে এমেরির পেনাল্টি থেকে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। ম্যাচের শেষ মুহূর্তে আসরু গাফুরভের গোলে এগিয়ে যায় সাইফ। তবে অতিরিক্ত সময়ে নাটকীয় পেনাল্টি থেকে অতাবেকের গোলে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ে শেখ জামাল।