মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। ধর্মীয় অনুশাসন মানা দেশটি বিশ্বকাপে আগত দর্শকদের জন্য বেশ কিছু নীতিমালা প্রণয়ন করেছে। প্রথমবারের মতো কোনো মুসলিম দেশে হওয়া বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকরা মানতে হবে সেসব নীতি।
কাতার কর্তৃপক্ষ আগেই অবৈধ মেলামেশা নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর সমকামীদের জন্যও কঠিন শাস্তির বিধানও রেখেছে। সে সঙ্গে ভেপ এবং ই সিগারেট সেবনকারীদের জন্য থাকছে একই শাস্তি। এবার জানানো গেল অ্যালকোহলের বিষয়ে নির্দেশনা জারি করেছে দেশটি।
সংবাদসংস্থা রয়টর্সের রিপোর্ট বলছে, বিশ্বকাপের সময় স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল। তবে কিছু ম্যাচের আগে ও পরে মাঠের বাইরে বিয়ার বিক্রির অনুমতি দেয়া হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) টুর্নামেন্টের পরিকল্পনার সঙ্গে যুক্ত একজনের রয়টর্স জানায়, ‘পরিকল্পনাগুলো এখনো চূড়ান্ত হওয়া বাকি। তবে এখন যে আলোচনা হচ্ছে তা হলো, দর্শকদের স্টেডিয়ামে আসার আগে এবং বের হওয়ার সময় বিয়ার পানের অনুমতি দেয়া হবে। তবে ম্যাচ চলাকালীন বা স্টেডিয়ামের ভেতরে বিয়ার পরিবেশন করা হবে না।’