বিশ্বব্যাপী সংকট, তাই সকলকে ধৈর্য ধারার আহবান জানিয়েছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতাদের পরিচিতি সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নেত্রী জেগে আছেন, দেশে যাতে কোনো সংকট না হয় এজন্য প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বলেন, নিজেদের আমলের দৃশ্যমান উন্নয়ন দেখানের কিছু নেই বলে বিএনপি ভেবে পাচ্ছে না, কিভাবে তারা নির্বাচনে যাবে। তাই বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। দলের নেতা কর্মীদের অপকর্ম না করার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।