শুধু কারসাজি নয় ক্ষমতাসীনদের সরাসরি সম্পৃক্ততায় চালের দাম বেড়েছে। ৭৪ এর মতো আরেকটি দুর্ভিক্ষের পথে দেশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানান মির্জা ফখরুল।
ফখরুল আরও বলেন, বিএনপিকে হুমকি দিয়ে লাভ নেই বরং নিজেরা শুধরান, না হয় পালানোর পথ পাবেন না। এছাড়া সিন্ডিকেট নিয়ন্ত্রনে ব্যর্থ খাদ্যমমন্ত্রীকে পদত্যাগের অনুরোধ জানান তিনি।