যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ও যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২২শে আগস্ট) ফাউসি এ ঘোষণা দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফাউসি আগামী ডিসেম্বরে ওই পদগুলো থেকে সরে যাচ্ছেন।
৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন ৮১ বছর বয়সী অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, আমি এ বছরের ডিসেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক এবং ইমিউনোরেগুলেশনের এনআইএআইডি ল্যাবরেটরির প্রধান ও প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছেড়ে দিতে যাচ্ছি।
তবে ফাউসি নিশ্চিত করেছেন তিনি কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন না।
এদিকে, ফাউসির সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি যুক্তরাষ্ট্র সরকারের পদ থেকে সরে যাচ্ছেন। তবে তিনি পরবর্তীতে যাই করুন না কেন, আমি জানি আমেরিকার জনগণ এবং পুরো বিশ্ব ডক্টর ফাউসির দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।