চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে টহল দিচ্ছে বলে দাবি করছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তাইওয়ান জানিয়েছে চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত আছে তাইওয়ান।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, ‘তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে।’ তাদের কর্মকাণ্ড অত্যন্ত নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপদেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।