যৌথভাবে ২০২৩ বিশ্বকাপ আয়োজনের বিডে অংশ নিতে সোমবার বৈঠক করেছে স্পেন ও পর্তুগালের সরকারি কর্মকর্তা ও ফুটবল কর্মকর্তারা।
পর্তুগাল জাতীয় দলের সদর দপ্তরে পুর্তগীজ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের দুই সভাপতিসহ সরকারি প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেন। বিডের বিভিন্ন বিষয় যারা চুড়ান্ত করেছেন তারা বলেছেন যে ‘এটি এখন শেষ পর্যায়ে রয়েছে’।
এর আগে মরক্কোকেও এই প্রক্রিয়ার অংশ করা হয়েছিল, তবে পরে বাদ দেয়া হয়। পর্তুগাল ২০০৪ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও ২০১৯ সালের নেশন্স লিগের আয়োজন করেছিল। অপরদিকে স্পেন ১৯৮২ সালের বিশ্বকাপ এবং দেশটির বার্সেলোনা শহর আয়োজন করেছে ১৯৯২ সালের অলিম্পিক গেমস। পরবর্তীতে অবশ্য ফের অলিম্পিকের আয়োজক হবার চেস্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি স্পেন।