রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীর মান শক্তিশালী করতে ১৩৭,০০০ সৈন্য নিয়োগের একটি ফরমান জারি করেছেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর করা হবে। সরকারি বৈধ তথ্য পোর্টালে ফরমানটি পোস্ট করা হয়েছে। বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
ওই ফরমানে বলা হয়, আগামী বছর রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন। এদের মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন সার্ভিসম্যান রয়েছেন।
বাতিল ঘোষণা করা আগের ফরমান অনুযায়ী, সশস্ত্র বাহিনীর মোট সদস্য সংখ্যা ছিল ১৯ লাখ ২ হাজার ৭৫৮ জন। এদের মধ্যে ১০ লাখ ১৩ হাজার ৬২৮ জন সার্ভিসম্যান।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ রহিত করার কোন পরিকল্পনা নেই।