ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হিমাচল প্রদেশের কুলুতে এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।
কুল্লু জেলা প্রশাসক আসুতোষ গর্গ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাসটিতে অন্ততপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সূত্র: এনডিটিভি।