শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

সৌদির সঙ্গে ১৮ চুক্তি করলেন বাইডেন

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৬, ২০২২

সৌদি আরবের সঙ্গে ১৮টি চুক্তি ও স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি, যোগাযোগ, মহাকাশ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে চুক্তিগুলো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান সৌদি সফরে এগুলো সম্পন্ন হয়। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আল-আখবারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএস মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং-রেথিয়নের সঙ্গে চুক্তি করেছে সৌদি। মার্কিন স্বাস্থ্যসেবা কোম্পানি মেডট্রোনিক, ডিজিটাল ডায়াগনোস্টিক, আইকিউভিআইএর সঙ্গে স্মারক সই করেছে তারা।

সৌদি বার্তা সংস্থার কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে ৫জি ও ৬জি প্রযুক্তি, ক্লিন এনার্জি প্রকল্প, বেসামরিক পারমাণবিক শক্তি ও ইউরেনিয়াম চুক্তি হয়েছে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রথম কোনো রাষ্ট্রীয় সফরে রয়েছেন বাইডেন। এতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্ব এবং সৌদির প্রতিরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ