টানা দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ হারার ম্যাচে হতাশার সঙ্গে জরিমানার মুখে পড়েছে তামিম ইকবালের দল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হলো বাংলাদেশ দলকে।
হারারেতে গত রবিবার (৭ জুলাই) হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। যার জন্য এই শাস্তি পেতে হলো তামিম ইকবালদের। মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হয়। বাংলাদেশ দেরি করে দুই ওভার। তাই ২০ শতাংশ করে মোট ৪০ শতাংশ জরিমানা দিতে হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর সিরিজে হেরে যাওয়ার লজ্জা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল । আগামী ১০ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিকরা।