মোহাম্মদ সালাহর পর প্রতিশোধের ম্যাচ ঘোষণা দিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে প্রস্তুত হচ্ছে আসরের সফলতম দল। এদিক ফাইনালের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগে ১৩ লিভারপুল সমর্থকের টিকেট বাতিল করেছে উয়েফা। আর ফাইনালের বল নিলামে তুলে প্রাপ্ত অর্থ ইউক্রেনের শরণার্থিদের জন্য ব্যয় করতে চায় ইউরোপের সংস্থাটি।
প্যারিস। ভালোবাসার নগরে যুদ্ধের প্রস্তুতি। না। এটা অস্ত্রের যুদ্ধ নয়, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। শুধু ইউরোপ নয় পুরো বিশ্ব তাকিয়ে থাকে ধ্রুপদি লড়াইয়ের অপেক্ষায়।
ইতিহাস, পরিসংখ্যান, ফর্ম, শক্তিমত্তা সবকিছুতেই সমৃদ্ধ রিয়াল মাদ্রিদ। নিজ গ্রাউন্ডে শেষবারের মতো অনুশীলনে লস ব্লাঙ্কোরা। বৃহস্পতিবার প্যারিসের উদ্দেশ্যে মাদ্রিদ ছাড়বে রিয়াল। ফাইনালের আগের দিন সন্ধ্যায় হালকা ওয়ার্মআপ করবে পুরো দল। শেষ মুহূর্তে ফুটবলারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না কোচ আনচেলত্তি। মোহাম্মদ সালাহর মতো রিয়াল কোচও প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিলেন সংবাদ সম্মেলনে।
কার্লো আনচেলত্তি বলেন, আমরা সালাহর মতো একই প্রেরণা পাচ্ছি। তাকে যথেষ্ট সম্মান করি। এটা তাদের কাছে ২০১৮’র ফাইনালের প্রতিশোধ হতে পারে, আমাদের জন্যও তাই। ৮১’র ফাইনালের প্রতিশোধ।
লিভারপুল মাঠে যাই করুক তাদের সমর্থকরা বিপদে আছে। এখন পর্যন্ত ১৩ জন অল রেড ফ্যানদের ফাইনালের টিকেট বাতিল করেছে উয়েফা। কারণ তারা কালোবাজারিতে বিক্রি জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলো।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল প্রকাশ করেছে উয়েফা। ম্যাচ শেষে বলটি নিলামে তোলা হবে। প্রাপ্ত অর্থ ইউক্রেন যুদ্ধে ক্ষতির শিকার শরণার্থীদের সাহায্য করবে উয়েফা।
তবে ফাইনালের রোমাঞ্চকে অন্য মাত্রায় নিতে এবারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। সেনোরিটা ও হাভানা গানের শিল্পী কামিলা কাবেয়ো পারফর্ম করবেন কিক অফের ঠিক ১০ মিনিট আগে।