আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন সেনেগাল। আফ্রিকান কাপ অব নেশনসে মিশরকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে দলটি। গোটা টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিলেন সেনেগালের পোস্টার বয় সাদিও মানে। তার গোলেই ফাইনালে মিশরকে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল।
বিশ্বকাপের বাছাইয়েও মানের গোলেই ফের মিশরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় সেনেগাল। দ্যুতি ছড়ানো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মানে। হলেন আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়।
আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে মানে পেছনে ফেলেছেন তার সাবেক ক্লাব লিভারপুলের সতীর্থ মোহাম্মদ সালাহ ও চেলসি গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডিকে। এ নিয়ে দু’বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মানে। ২০১৯ সালে প্রথমবার পুরস্কারটি জেতেন তিনি। করোনাভাইরাসের কারণে টানা দু’বছর দেয়া হয়নি এই পুরস্কার।