যুক্তরাষ্ট্রে হামলায় আহত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। কথা বলতে পারছেন লেখক সালমান রুশদি।
স্থানীয় সময় রোববার (১৪ই আগস্ট) তাঁর কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় হামলার শিকার হন সালমান রুশদি। পরে পেনসিলভেনিয়ার একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে।
এদিকে, সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত হামলাকারী হাদি মাতারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নিউইয়র্কের চাতুকুয়া কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, শনিবার আদালতে তোলা হয় হামলায় অভিযুক্ত হাদি মাতারকে। এসময় তাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে তা প্রত্যাখ্যান করে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়।
জনপ্রিয় এই সাহিত্যক তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়েই পেয়েছিলেন বুকার পুরস্কার। ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের জন্য অনেকের সমালোচনা মুখে পড়েন। বইটির জন্য রুশদি হত্যার হুমকিও পেয়েছিলেন। সেসময় তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলাহ খোমেনি।