রাঙামাটি বাঘাইছড়ির সাজেকে জীপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে এক শ্রমিক।
নিহত ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে মাচালং বাজার থেকে একটি জীপগাড়ী কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারালে খাদে পরে জীপগাড়ীটি উল্টে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক (নুর ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জীপগাড়ী চালক পালিয়ে যায়, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।