বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

 সাকিবের প্রচারণায় মাশরাফি

রিপোর্টারের নাম :
আপডেট : জানুয়ারি ৪, ২০২৪

সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাগুরায় গেছেন মাশরাফি বিন মোর্ত্তজা। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর সাকিবের শহরে পা রাখেন সাবেক টাইগার এই অধিনায়ক। মাগুরায় পৌঁছে মাশরাফি জানান, সাকিবকে উৎসাহ দিতেই তিনি এখানে এসেছেন। নিজের প্রচার বাদ দিয়ে ছুটে আসায় বড় ভাই ম্যাশকেও ধন্যবাদ জানান সাকিব।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন সাকিব। অন্যদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন মাশরাফি। বাইশগজে দাপুটে বিচরণের পর সদ্য রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

সর্বশেষ আজ সাকিবের টানে ছুটে গেছেন মাশরাফি। আজ বেলা ১টার দিকে সাকিবকে সঙ্গে নিয়ে ছাদ খোলা জিপে করে মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক ও ওলিগলিতে প্রচারণার অংশ নেন ম্যাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমান, আবু হায়দার রনিরা। ক্রিকেটারদেরকে দেখতে শহরের রাস্তায় ভিড় পড়ে যায়। ক্রিকেটাররা হাত নেড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাকিবের নৌকা মার্কায় ভোট চান তারা।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘সাকিব আমার সহ খেলোয়াড়। ও রাজনীতিতে নতুন এসেছে, উৎসাহ দিতে মাগুরায় এসেছি। সাকিব খেলার মাঠে যেমন ভাল করেছে, রাজনীতিতেও ভাল করবে।’

এদিকে, নিজের প্রচারণা বাদ দিয়ে ছুটে আসায় মাশরাফিকে ধন্যবাদ দিয়েছেন সাকিব। বলেন, ‘মাশরাফি ভাই রাজনীতিতে অনেক অভিজ্ঞ। কেননা গত ৫ বছর সংসদ সদস্য ছিলেন। তার কাছে অনেক শেখার আছে। ভাই নিজের প্রচার-প্রচারণা বাদ দিয়ে এখানে এসেছেন; এজন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটাররা একটা পরিবারের মতো। শেষ মুহূর্তে ভোটারদেরকে আরেকটু উৎসাহিত করা এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করার জন্য আজকের এই ব্যতিক্রমী প্রচারণা।’

সাকিব আরও বলেন, ‘আমি চাই বাংলাদেশের সব জেলার মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করা এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ