সরকারের প্রতি জনগণের সমর্থন নেই উলেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিথ্যাচারের ওপর এই সরকার টিকে আছে।
আজ শুক্রবার (১৯শে আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী। জনগণের সমর্থন ছাড়াই সর কার টিকে থাকতে চায়।
রিজভী বলেন, বিএনপি কারো কাছে ধর্না দেয়না। জনগণই বিএনপির মূল শক্তি। সেজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গতিশীল করবে বিএনপি। দেশকে বিপদজনক পরিস্থিতির দিকে এগিয়ে নিতে চায় সরকার, বিএনপি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।