শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

সন্তান জন্মের আগের দিনও শুটিং করেছি-তানিয়া আহমেদ

ডেস্ক রিপোর্ট
আপডেট : জুলাই ৬, ২০২১

সন্তান জন্মের আগের দিনও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এমনকি ছেলে শ্রেয়াস ভূমিষ্ঠ হওয়ার ৪০ দিন পরও শুটিং করেছেন তিনি। সন্তানরা বড় হয়ে কি হবেন, তা ছেলেদের ওপরই ছেড়ে দিতে চান তানিয়া। সম্প্রতি আমেরিকা থেকে ফিরে এসে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে ভাবনার কথাই জানালেন তিনি।

খুব শিগগিরই আবার আমেরিকায় উড়াল দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। গত বছরই অভিনয় ক্যারিয়ারের রজত জয়ন্তী পূর্ণ হয়েছে তার। ১৯৯৫ সালের বড় দিনে প্রচার হয়েছিল তানিয়া আহমেদ অভিনীত প্রথম নাটক, ফারিয়া হোসেন পরিচালিত ‘সম্পর্ক’। মডেল হিসেবেও তানিয়া আহমেদ ছিলেন সমান জনপ্রিয়। আফজাল হোসেনের হাত ধরে তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯১ সালে। সে হিসেবে মডেলিংয়ে তানিয়ার ৩০ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি।

 

তানিয়া জানান, তার প্রথম বিজ্ঞাপনচিত্রের প্রথম শট এক টেকেই ‘ওকে’ করেছিলেন নির্মাতা আফজাল হোসেন। মডেলিং ও নাটকে জনপ্রিয়তার কারণে চিত্রনায়ক সালমান শাহও চেয়েছিলেন তানিয়ার বিপরীতে সিনেমায় অভিনয় করতে। সোহানুর রহমান সোহানের ‘স্বজন’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব থাকলেও রাজি হননি তিনি।

অবশ্য ২০০৪ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। পরবর্তীতে হুমায়ূন আহমেদেরই গল্পে, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় জেবা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন তিনি।

‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও নন্দিতা। প্রযোজনায় জোবায়ের ইকবাল। পর্বটি প্রচারিত হবে আসছে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ