আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর বাজেট। যাতে সকল জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে আজ (শনিবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এবারের বাজেট নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে জানিয়ে তিনি বলেন, করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে একটি সাহসী বাজেট প্রস্তাব করা হয়েছে। যাতে দেশের সকল মানুষের আশার প্রতিফলন ঘটেছে। বাজেট নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
এসময় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার কেন খালেদা জিয়ার দায় নেবে এমন প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের বেশি প্রয়োজনীয় হলে বিদেশে থেকে ডাক্তার নিয়ে আসুক।
এসময় তিনি আরো বলেন, ‘দেশের অনেক টাকা পাচার হয়েছে, এই বাজেটের মাধ্যমে সেই টাকা ফিরিয়ে নিয়ে আসতে একটা সুযোগ দেয়া হয়েছে। ৭ শতাংশ হারে কেউ যদি টাকা ফিরিয়ে নিয়ে আসতে চায় তাহলে ফখরুল ইসলাম আলমগীরের সমস্যা কোথায় বলেও প্রশ্ন রাখেন’।
সেতুমন্ত্রী বলেন, ‘করোনা অতিমারির ধকল কাটিয়ে ওঠার বাজেট এটি। সরকার কিছু চ্যালেঞ্জ নিয়ে এবারের বাজেট ঘোষণা করেছে’। বাজোটে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা সৃষ্টির সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।