মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

শ্রীলঙ্কায় ৪ হাজার ৬৭২ বিলিয়ন রুপির বাজেট পেশ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২

আইএমএফের কাছ থেকে দুই থেকে ৩০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা পেতে যাচ্ছে অর্থসংকটে ধুকতে থাকা শ্রীলঙ্কা। এ অবস্থায় ক্ষমতা গ্রহণের পর প্রথম বাজেট পেশ করেছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

অন্তর্বর্তী এই বাজেট পেশের অনেক আগেই প্রেসিডেন্ট রনিল জানিয়েছিলেন, আইএমএফের কাছ থেকে বড় অঙ্কের সহায়তা পাওয়াই মূল লক্ষ্য। আসন্ন বাজেটের আকার হতে পারে চার হাজার ৬৭২ বিলিয়ন রুপি। ব্যয় বাড়তে পারে গত বছরের চেয়ে ২০ শতাংশ। বাজেট ঘাটতির লক্ষ্য রাখা হয়েছে ৯ দশমিক ৯ শতাংশ। আইএমএফের কাছ থেকে সহায়তা পেতে এই বাজেটে প্রতিরক্ষা ও অন্যান্য খাতে ব্যয় কমিয়ে আনার ঘোষণা দিয়েছে লঙ্কা সরকার। সেই সঙ্গে দেশটির কৃষক, জেলে ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে রেশনিং সুবিধার আওতায় আনার আশ্বাসও দেওয়া হয়েছে।

বর্তমান ৬৬ শতাংশ মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে আনারও ঘোষণা দেওয়া হয়েছে। তবে এসব লক্ষ্যকে উচ্চাভিলাসী বলছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। তীব্র সংকটে ধুকতে থাকা দ্বীপদেশটির অর্থনীতি চলতি বছর ৮ শতাংশ সংকুচিত হবে বলে শঙ্কা তাদের। সূত্র: ডেইলি মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ