চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে ১৪তম শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। এ নিয়ে ইতিহাসের ১৪তম শিরোপা জয়ের উৎসবে মেতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এমন একটি আনন্দময় ফাইনালে রিয়াল অধ্যায়ের ইতি টানলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলো। বিদায়ের মুহূর্তেও তার নামের পাশে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আর ২৫টি ট্রফি। রিয়ালের হয়ে শেষ ম্যাচটাও ড্রেসিংরুমে বসে কাটিয়েছেন তিনি। মাঠে নাম্বার সুযোগটা মেলেনি।
বিদায় বেলায় মার্সেলো বলেন, ‘আমি খুব আনন্দিত একই সাথে কিছুটা আবেগি। আমার পক্ষে এই মুহূর্তে কথা বলা কঠিন কারণ, এখানে আমার পরিবার এবং সব সতীর্থদের দেখতে পাচ্ছি। এই শিরোপা আমাদের প্রাপ্য। পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। কখনও ভাবিনি যে এতকিছু অর্জন করতে পারব। এটি একটি দারুণ মুহূর্ত, সমর্থকদের অভিনন্দন জানাতে হবে তারা আমাদের সাথে সবসময় ছিল।’
মার্সে রিয়ালের জার্সিতে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ছয়টি লা লিগা শিরোপা, দুটি কোপা দেল রে ট্রফি জিতেছে।