শাদে প্রায় দুই মাসের প্রবল বর্ষণে ৩ লক্ষ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। গত জুন মাসের শেষের দিক থেকে দেশটিতে এমন বর্ষণ শুরু হয়। খবর এএফপি’র।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক বর্ষণে শাদের ২৩ প্রদেশের ১১টিতে ৩ লক্ষ ৪১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
শাদে অবস্থিত ওসিএইচএ দপ্তর এএফপি’কে বলেছে, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে তারা তাদের ‘ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন’ বা তাদের ‘সম্পদ হারিয়েছেন’।
গত সপ্তাহে ওসিএইচএ জানায়, জুন থেকে শাদে প্রবল বর্ষণ ও বন্যায় ২২ জন প্রাণ হারিয়েছেন।
এমন বর্ষণে রাজধানী এন’জামিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শারি নদীর একেবারে কাছে রাজধানীর অবস্থান।
টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগরীটিতে প্রবল বর্ষণের পর এ মাসের গোড়ার দিকে পার্শ্ববর্তী অনেক এলাকায় বন্যা দেখা দেয়।
সংস্থাটি জানায়, গত বছর বন্যায় দেশটির প্রায় ২ লক্ষ ৫৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৮ হাজার।
জাতিসংঘ জানায়, গত বছর শাদের প্রায় ৫৫ লাখ মানুষের ‘জরুরি মানবিক সহায়তার’ প্রয়োজন হয়।