সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

রাশিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য ন্যাটো প্রধানের

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৫, ২০২২

ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, পশ্চিমা সামরিক জোটের দুটি কাজ রয়েছে। তার একটি হলো- রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করা এবং সংঘাতটিকে রাশিয়ার সঙ্গে ন্যাটো দেশগুলোর সংঘর্ষে পরিণত হওয়া থেকে রোধ করা।

তার নিজ দেশ নরওয়েতে এক গ্রীষ্মকালীন ক্যাম্পে বক্তব্য প্রদানকালে স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর একটি নৈতিক দায়িত্ব হলো ইউক্রেন ও ইউক্রেনের মানুষকে সমর্থন করা।

ন্যাটো প্রকাশিত তার পরিকল্পিত মন্তব্যে স্টলটেনবার্গ দাবি করেন, ‘আমরা এমন যুদ্ধ, বেসামরিক মানুষজনের উপর আক্রমণ এবং ধ্বংসযজ্ঞ দেখছি, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর দেখা যায়নি। আমরা এমন পরিস্থিতিতে অনড় থাকতে পারি না।’

ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, স্টলটেনবার্গ বলেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা চান তা যদি তিনি সামরিক শক্তি ব্যবহার করে পেয়ে যান, তাহলে বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠবে।

তিনি বলেন, ‘রাশিয়া যদি এই যুদ্ধে জয়লাভ করে, তাহলে তিনি নিশ্চিত হয়ে যাবেন যে সহিংসতা কার্যকরী। তখন প্রতিবেশী অন্যান্য দেশও তার পরবর্তী (শিকার) হতে পারে।’

ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানায়, রুশ বাহিনী ইউক্রেনের একাধিক স্থানে গোলাবর্ষণ করছে, যার মধ্যে খারকিভ, স্লোভিয়ানস্ক এবং চেরনিহিভ-এর আশপাশের জায়গাগুলোও রয়েছে।

এদিকে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক ঘাঁটি, সামরিক সদস্য কেন্দ্রীভূত স্থান, সরবরাহ সহায়ক ঘাঁটি ও গোলাবারুদ মজুদের স্থানগুলোর বিরুদ্ধে আক্রমণে ইউক্রেনের বাহিনী ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবহার করছে।

প্রসঙ্গত, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়।মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেতস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে প্রথম থেকেই দাবি করে আসছে রাশিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ